How to use google translate without internet. |
Internet ছাড়াই কিভাবে google translate ইউজ করবেন।
( how to can use google translate without internet)
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন।
আজ আমি আপনাদের অসাধারণ একটি bangla tricks দেখাব।
আপনারা হয়ত টাইটেল দেখে বুঝে ফেলেছেন কি বলতে চাচ্ছি,
হ্যা, ঠিক এ ধরেছেন।
আজ আমি আপনাদের দেখাব,
Internet ছাড়াই কিভাবে google translate ইউজ করবেন।
( how to can use google translate without internet)
Google Translation কি? ( What is google translate?)
গুগল ট্রান্সলেট হচ্ছে গুগলের একটা অনলাইন সার্ভিস, যা দিয়ে এক ভাষার লেখাকে অন্য ভাষায় ভাষান্তরিত করা হয়। একে অনুবাদ বলা যায় না, কারন এটি এক ভাষার কোন বাক্য কে অন্য ভাষায় সম্পূর্ন রূপে অনুবাদ করতে পারে না। এটি শুধু এক ভাষার বাক্যের প্রত্যেক শব্দকে অনুবাদ করে এর নিজের আয়ত্বে থাকা কিছু বাক্যের সাথে মিলিয়ে আপনাকে একটা করে বাক্য সাজিয়ে দেয়। এই বাক্যটি কোন গ্রামাটিকাল রুলে সাজানো থাকবে না, তবে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে ঐ বাক্যে কি বলা হচ্ছে। এটি প্রথম ভাষাকে শব্দান্তর করে এর বিশাল শব্দ ভান্ডার থেকে এবং বাক্য সাজায় এর সংগ্রহে থাকা উদাহরন থেকে। যে কোন বাক্যকে ভাষান্তরিত করার সময় এর নিজের সংগ্রহে থাকা উদাহরনের যে বাক্যের সাথে ঐ বাক্যটি মোটামুটি মিলে যায় তার আকারে এটি ট্রান্সলেট করা বাক্যটিকে সাজিয়ে দেয়। এ জন্য এতে কমন বাক্য গুলোর সঠিক ভাষান্তর পাওয়া গেলেও, একটু জটিল হলেই এটি সঠিক ভাবে ট্রান্সলেট করতে পারে না। তবে এটি মোটামুটি কাজ চালিয়ে যাবার মত ভাষান্তরিত করতে পারে। এটি ২০০৬ এর দিকে চালু হলেও এতে বাংলা ভাষা যুক্ত হয়েছে ২০১১ সালে। তবে উইকিপিডিয়ার তথ্য মতে এটি ইন্ডিয়ান বাংলা হিসেবেই চালু হয়েছে। এটি বর্তমানে ৬০+ ভাষা সাপোর্ট করে। এর উন্নয়ন কাজ এখনো চলছে।
এখন আমরা দেখব Google Translate কে কিভাবে অফলাইন এ ইউজ করা যায়।
ইন্টারনেট ছাড়াই Google translate কিভাবে ব্যবহার করবেন ?
ইন্টারনেট ছাড়াই Google translate ব্যবহার করতে চাইলে প্রথমে আপনাকে play.google.com এ গিয়ে "google translate" অ্যাপ টি ফ্রীতে আপনার মোবাইল ডিভাইসে ইন্সটল করে নিতে হবে।
অথবা আপনি চাইলে এই লিনক থেকেও ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate
লিনক এ ক্লিক করলে এই রকম আসবে,
![]() |
Google Translate |
তারপর Install এ ক্লিক করলে এই রকম আসবে,
![]() |
Install Google Translate |
তারপর accept এ ক্লিক করলে Download হওয়া শুরু করবে।
![]() |
Downloading Google Translate |
Download হয়ে গেলে এই রকম আসবে,
![]() |
Install Complete |
তারপর Open এ ক্লিক করে ওপেন করে নিবেন।
Open করার পর এই রকম আসবে,
উপরে আপনার "Primary Language" ' English ' থাকবে,
আর নিচে Language you translate most often এ আপনি যেই ভাষায় Translate করতে চান সেই ভাষা দিবেন।
যদি English থেকে Bengali করতে চান, তাহলে নিচে Bengali দিবেন।
নিচের ছবি টা লহ্ম করুন।
Translate offline এ টিক দেয়া না থাকলে টিক দিয়ে নিবেন,
আর টিক দেয়া থাকলে কিছু করা লাগবে না।
তারপর ডান এ ক্লিক করুন।
যদি ডাউনলোড শুরু হয় তাহলে অপেহ্মা করুন,
আর যদি ডাউনলোড শুরু না হয় তাহলে Offline Translate এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
নিচের ছবিটা দেখুন, ডাউনলোড শুরু হয়েছে।
নিচে আরো অনেক ভাষা পাবেন,
আপনার যা যা লাগবে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড আইকন এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
Mobile on রেখেই incoming call এবং Sms বন্ধ রাখুন।[ bangla android Tricks]
ডাউনলোড শেষ হলে আপনি Internet ছাড়াই Google Translate ইউজ করতে পারবেন।
হ্যাকারদের মত মেইল স্পুফিং করুন। [ hacking tutorual]
আশা করি পুরাটা বুঝেছেন।
কোথাও না বুঝলে নিচে কমেন্ট করুন।
সমাধান দেয়া হবে ইনশাআল্লাহ।
Facebook এ কেও block দিলেও তাকে মেসেজ পাঠান।[ bangla facebook tricks]
আর এই আর্টিকেল টি ভালো লাগ্লে শেয়ার করবেন।
যে কোন লোকের IP Track করুন, পুলিশ এর মত করে।
ডোমেইন কি?( What is Domain? )
keywords:
কিভাবে Internet ছাড়াই google translate ব্যাবহার করব?
How to can use google translate without internet
newbanglatricks2018
0 Comments