AD

কিভাবে মোবাইল এর ব্যাটারি ভালো রাখা যায়? ( মোবাইল এর ব্যাটারি ভালো রাখার উপায়) by new bangla tricks - New Bangla Tricks




কিভাবে মোবাইল এর ব্যাটারি ভাল রাখা যায়?,মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায?,স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়,new bangla tricks,New Bangla Tricks
Android Mobile এর Battery ভালো রাখায় উপায়




আজ আমি আপনাদের সাথে শেয়ার করব,
Android Mobile এর Battery ভালো রাখার #5 টি Mega bangla tips.


তাহলে চলুন শুরু করা যাক,







অনেক বিষয় আছে, যেগুলো আপনার Android Mobile এর Battery কে মেরে ফেলবে।

না না গুলি করে নয়।

আই মিন আপনার Battery কে খুব তাড়াতাড়ি শেষ করে দিবে আরকি!

তাই আজ আমি আপনাদের  #5 টি Bangla Mega Tips দিব।

এই Mega Tips গুলা মেনে চললে, আপনার Battery এর হায়াৎ বেড়ে যেতে পারে অনেক দিন।

আর এই Mega Tricks গুলা শুধু আপনার জন্য না, সকল Android ব্যাবহার কারির জন্য।


যদি, আপনি বর্তমান এ আপনার Android Mobile এর Battery জনিত কোন অপুষ্টি তে ভোগেন, তাহলে আর দেরি না করে এখনি বসে পরুন।


একটু জিরান, প্রান জিরা পানি খান।



এবং লহ্ম করুন, আমাদের দিকে।
দেখুন কি হচ্ছে এখানে।





এখানে, Android Mobile এর Battery এর হায়াৎ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে, চাইলে যোগদান করতে পারেন আপ্নিও।



তো,  প্রথমেই আমরা কথা বলব



 #1. ডিসপ্লে উজ্জলতা (Display Brightness) নিয়ে।

অবাক হওয়ার কিছুই নেই।


কারন,আপনার Android Mobile এর ডিসপ্লেটি হচ্ছে আপনার Battery  ধংস করার ক্ষেত্রে প্রথম স্তরের খাদক।


মানে আপনার Battery এর হায়াৎ কমানোর হ্মেত্রে ডিসপ্লে উজ্জ্বলতা ( Display Brightness)  অনেক ভুমিকা রাখে।


এর প্রধান কারন হচ্ছে ডিসপ্লের উজ্জলতা বাড়িয়ে ব্যাবহার করা।


মানে, ডিসপ্লে উজ্জ্বলতা ( Display Brightness)  আপনি যত বেশি রাখবেন, আপনার Android Mobile এর Battery এর হায়াৎ তত তাড়াতাড়ি কমবে।

আর হ্যা, অটো ব্রাইটনেস প্রোগ্রামটিও একই কাজ করে।

 এর সহজ সমাধান হলো যতটা সম্ভব ব্রাইটনেস কম ব্যাবহার করা যেভাবে আপনি স্বাচ্ছন্দ অনুভব করেন, যখন দরকার হবে তখন প্রয়োজন মত আবার বাড়িয়ে নিবেন।

 যদি আপনি এইভাবে আপনার Android Mobile টিকে  ব্যাবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে অপার বিস্ময় অন্তত Battery এর  দিক থেকে।

মানে, আপনার Android Mobile এর Battery এর হায়াৎ বেড়ে যেতে পারে অনেক দিন।






তারপরেই আসে

#2.  লোকেশন ( Location)  এর কথা।

আপনি যদি উবার বা পাঠাও এর রাইডার হন।

অথবা, আপনি যদি কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি ম্যান হন।

তাহলে এই Tips আপনার জন্য না।

কারন এটা আপনার পেশা, সো আপনাকে কাজের জন্য লোকেশন চালুই রাখতে হবে।


আর যদি আপনি এই রকম না হোন,তাহলে আবার এই দিকে তাকান।


দেখুন কি হচ্ছে এখানে।

আপনার Android Mobile এ দিন রাত ২৪ ঘন্টা GPS চালু রাখার কোন মানেই হয় না।

GPS ২৪ ঘন্টা চালু রাখলে,আস্তে আস্তে আপনার Android Mobile এর হায়াৎ কমে যাবে।


তারমানে এই নয় যে, আপনি GPS ব্যাবহার করবেন না।

আপনি অব্যশই GPS ব্যাবহার করবেন,শুধু মাত্র যখন দরকার হবে তখন।

কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার GPS অফ করে রাখবেন।

তাহলেই বুঝতে পারবেন, রাকিব আপনাকে নিয়ে কতটা ভাবে।





তারপর আমরা এখন কথা বলব,

#3. ডিসপ্লে টাইম আউট ( Display Time Out) নিয়ে।

Display Time Out হচ্ছে, একটি স্পেশাল অপশন।

এই স্পেশাল অপশন টি দিয়ে,আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে, আপনার Android Mobile টি আপনাকে ছাড়া কতহ্মন জেগে থাকবে?


আপনি সারারাত গুমাচ্ছেন,আর আপনার Android Mobile টি সারারাত জেগে থাকবে, বিষয় টি তা না।


আপনি যখন আপনার Android Mobile টি ব্যাবহার করেন, তখন স্ক্রিন এ টাচ করা লাগে।

কিন্তু আপনি জখন স্ক্রিন এ টাচ করবেন না, এর পর থেকে কত সময় আপনার Android Mobile এর ডিসপ্লে অন থাকবে।

মানে, আপনার টাচ ছাড়াই ডিসপ্লে কতহ্মন অন থাকবে, এটাই সিলেক্ট করতে পারবেন,এই স্পেশাল অপশন দিয়ে।


এখন,আপনি যদি এটা বেশি টাইম সিলেক্ট করে রাখেন,তাহলে আপনার Android Mobile এর Battery তাড়াতাড়ি মারা যাবে।



আর যদি কম সিলেক্ট করে রাখেন,তাহলে আপনার Android Mobile এর Battery এর হায়াৎ বেড়ে যেতে পারে অনেক দিন।


সব চেয়ে ভালো হয়, যদি আপনি আপনার Android Mobile এর Display Time Out ১৫ সেকেন্ড ব্যাবহার করেন।








তারপর আসে,

#4. একাউন্ট সংযোজন ( Account Additions)  এর কথা

আমরা Android Mobile এ বেশিরভাগ Google  এর সার্ভিস  ব্যাবহার করে থাকি।


Android Mobile
আছে,কিন্তু Google এর সার্ভিস ব্যাবহার করে না, এই রকম Android ব্যাবহারকারি খুজে পাওয়া খুব কষ্ট।

আর আমরা যখন play store ব্যাবহার করি, তখন আমাদের একটি গুগল একাউন্ট ( জিমেইল)  এর দরকার হয়।

তাই আমরা জিমেইল দিয়ে সাইন ইন করে play store ব্যাবহার করি।


এখন যেহেতু আমাদের একটা জিমেইল এর দরকার আছে,সেহেতু আমরা একটা জিমেইল ব্যাবহার করব।


অতিরিক্ত জিমেইল আমাদের মোবাইল এ অ্যাড করব না।


কারন আপনি আপনার Android Mobile এ যত বেশি জিমেইল অ্যাড করবেন, তত বেশি আপনার Android Mobile এর হায়াৎ কমতে থাকবে।


কারন আপনি আপনার মোবাইল এ জিমেইল অ্যাড করার সাথে সাথে সব কিছুর সাথে এইটার লিংক হয়ে যায়।

তাই কখনো দরকার না হলে একটা এর বেশি জিমেইল মোবাইল এ অ্যাড করবেন না।


তবে হ্যা, আপনার যদি দরকার হয়,তাহলে অব্যশই অ্যাড করবেন।

এমনকি আমার মোবাইল এই কয়েকটা জিমেইল অ্যাড আছে।

আর হ্যা,আরেকটা কথা, আপনার play store এর অ্যাপ গুলা যদি অটো আপডেট দেয়া থাকে, তাহলে অটো আপডেট অফ করে রাখুন।

তাহলে বেড়ে যেতে পারে আপনার Android Mobile এর হায়াৎ।






আমরা এখন কথা বলব,




#5. ওয়াইফাই সেটিং ( wifi connectivity)  নিয়ে।

আমার মনে হয়,যে যে এলাকায় ওয়াইফাই আছে, সেই সেই এলাকার বেশিরভাগ Android ব্যাবহারকারি ই ওয়াইফাই ব্যাবহার করে।

কারন ওয়াইফাই টা সুবিধা + লাভজনক।


এখন আপনার এলাকায় যদি ওয়াইফাই থাকে,তাহলে তাকান এই দিকে, এবং দেখুন, কি হচ্ছে এখানে।

যেহেতু আপনার ওয়াইফাই আছে, সেহেতু আপনি অব্যশই ওয়াইফাই ব্যাবহার করবেন।


কিন্তু অপ্রয়োজন এ কখনো ওয়াইফাই চালু রাখবেন না।


আপনার যখন দরকার হবে,তখন ওয়াইফাই অন করবেন।


কাজ শেষ এ আবার ওয়াইফাই অফ করে রাখেবন।


কারন, আপনি যদি ওয়াইফাই চালু রাখেন, তাহলে আপনার  Battery এর হায়াৎ কমতে থাকবে।

তাই,  আপনার Battery কে বেশি দিন বাচিয়ে রাখতে,কাজ শেষ এ ওয়াইফাই অফ করে রাখুন।







Extra Bangla Tips : যদিও কথা ছিল #5 টা Tricks দিব,কিন্তু এই Tips টা না বললেই নয়।

তাই এটা এক্সট্রা দেয়া হল।



আমরা এখন কথা বলব,

#6. অপ্রয়োজনীয় অ্যাপ ( Unused apps) নিয়ে।

আমার এখনো মনে আছে, আমি যখন নতুন Android Mobile কিনেছিলাম,তখন আমার Android Mobile এ প্রায় ৬০ টার মত অ্যাপ ছিল।


কিন্তু, এই গুলা মাসে ১ বার ও ওপেন করতাম না।

সারাদিন ফেসবুক এই কাটিয়ে দিতাম।

যার ফলে আমার Android Mobile এর Battery আমার সাথে পল্টি মারা শুরু করল।


তাই আপনাকে বলছি,আপনার যেই অ্যাপ গুলা দরকার নাই, সেই অ্যাপ গুলাকে পিছনে লাথি দিয়ে বের করে দিন, আপনার প্রিয় Android Mobile থেকে।

যদি, আপনি বের করে না দেন, তাহলে আপনার Android Mobile এর Battery আপনার সাথেও পল্টি মারবে।


তাই এখনি, অপ্রয়োজনীয় অ্যাপ গুলাকে পিছনে লাথি দিয়ে বের করে দিন।



আশা করি Android Mobile এর Battery ভালো রাখার #5 টি Mega Tips আপনাদের ভালো লেগেছে।

আরো পড়ুন : Android Mobile এ কিভাবে মাউস ব্যাবহার করব?

যদি, ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন আপনার ফ্রেন্ড দের সাথে।

আরো পড়ুন :  Android Mobile super fast রাখার #5 টি Mega Tips






keywords :


কিভাবে মোবাইল এর ব্যাটারি ভাল রাখা যায়?

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায?

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

new bangla tricks

New Bangla Tricks





Post a Comment

3 Comments