AD

মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করব? How to create a PDF file with mobile? by new bangla tricks



মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ ফাইল বানাবো?,new bangla tricks



মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করব?


How to create a PDF file with mobile?


পিসি দিয়ে খুব সহজেই PDF ফাইল বানানো যায়।


মোবাইল দিয়ে খুব সহজ এ বানানো গেলেও,অনেকে পারে না।


উনারা ভেবে থাকে পিসির কাজ মোবাইল দির সম্ভব না।


কিন্তু আসলে পিসির অনেক কাজ ই মোবাইল দিয়ে সম্ভব।



আমরা এই পোস্ট এ পিসি দিয়ে কিভাবে PDF ফাইল বানানো যায়, তা নিয়ে আলোচনা করব না।


আমরা এই পোস্ট এ আলোচনা করব মোবাইল দিয়ে কিভাবে PDF ফাইল বানানো যায়।


তাহলে আর কথা না বাড়িয়ে, চলুন শুরু করা যাক।



অনেক মাথায় হয়ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে PDF কি?


অনেকেই হয়ত PDF নাম টা শুনে নাই।


আর অনেকে শুনলেও হয়ত জানে না, PDF আসলে কি?


তাহলে চলুন আগে জেনে নেই, PDF কি?


পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format) যা সংক্ষেপে পিডিএফ (PDF) নামে পরিচিত।


এখন হয়ত মাথায় ঘুরপাক খাচ্ছে, PDF দিয়ে কি হয়?
PDF দিয়ে কি করে?
আসলে PDF এর কাজ কি??

তাহলে চলুন জেনে নেই,  PDF কেন ব্যাবহার করা হয়?

আপনি যদি কোন লিখালিখি/বুক রিভিউ এর ফেসবুক  গ্রুপ এ অ্যাড থাকেন, তাহলে দেখেন যে, অনেক সময় বই এর রিভিউ লিখলে নিচে অনেকেই কমেন্ট করে PDF লিংক টা দেয়া যাবে??





তাহলে বুঝতে ই পারছেন, PDF কী।

বই এর পিকচার তুলে সকল পিকচার কে একসাথে করে ড্রাইভ এ আপ্লোড দেয়।


তারপর কেও লিংল চাইলে সেই ড্রাইভ এর লিংক দেয়।



এখন হয়ত আপনি ভাবছেন যে, আপনি মোবাইল দিয়ে পিকচার তুলবেন, আর সেটা PDF আকারে হয়ে যাবে?

না, জিনিষ টা এমন না।



এর জন্য আপনাকে অ্যাপ এর সাহায্য নিতে হবে।


তাহলে এখন দেখা যাক,  মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন।

How to create a PDF file with mobile?



পিডিএফ ফাইল তৈরি করার অনেক অ্যাপ ই আছে, আমরা সব গুলা অ্যাপ নিয়ে আলোচনা করব না।


আমরা ১  টি অ্যাপ নিয়ে আলোচনা করব।

আমি এটা ব্যাবহার করি,
আপনার যেই অ্যাপ টি ভালো লাগবে অথবা যেটা সহজ মনে হবে,সেটাই আপনি ব্যাবহার করবেন।


তাহলে চলুন শুরু করা যাক।


#1. Google Drive


হ্যা, গুগল ড্রাইভ।


গুগল ড্রাইভ অনেকের কাছে পরিচিত।


অনেকে এখানে সকল ফাইল জমা রাখেন এবং শেয়ার করেন।


আপনি চাইলে আপনার মেমরি তে থাকা সকল কিছু গুগল ড্রাইভ এ আপ্লোড দিয়ে রাখতে পারেন।

আপনার মেমরি নষ্ট হয়ে গেলে বা আপনার মেমরি চুরি হয়ে গেলে আপনি এখান থেকে জমা রাখা সকল কিছু ফেরত নিতে পারবেন।

আমরা সেদিকে যাবো না।


আমরা আজকে আলোচনা করব গুগল ড্রাইভ দিয়ে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন।





গুগল ড্রাইভ দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে নিচের স্টেপ গুলা ফলো করুন।



1. প্রথমে গুগল ড্রাইভ ইন্সটল করবেন।
আপনি প্লে স্টোর এ সার্চ দিলেই পাবেন।

আর চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন,



https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs



2. ইন্সটল করার পর ওপেন করুন।
ওপেন করার পর এই রকম দেখতে পারবেন। ( নিচের ছবি লহ্ম করুন)

bangla tricks,new bangla tricks
bangla tips,new bangla tricks
bangla tips and tricks,new bangla tricks



তারপর নিচের দিকে ডান পাশে দেখুন ( + ) প্লাস বাটন দেখতে পারবেন। ( নিচের ছবি টা লহ্ম করুন)

bangla tech news,new bangla tricks



3. (+ ) প্লাস বাটন এ ক্লিক করলে এই রকম দেখতে পারবেন। ( নিচের ছবি টা লহ্ম করুন)

tech news in bangla,new bangla tricks



4. তারপর দেখুন Scan অপশন আছে।
Scan অপশন এ ক্লিক করলে সরাসরি ক্যামেরা তে নিয়ে যাবে।


5. তারপর আপনি যা পিডিএফ আকারে করতে চান, সেটার পিকচার তুলুন।

bangla tech blog,new bangla tricks


পিকচার তুলার পর এই রকম আসবে, ( নিচের ছবি টা লহ্ম করুন)

update bangla tricks,new bangla tricks


6. এখন আপনি যদি আরো পেইজ পিডিএফ করতে চান,তাহলে ( +)  প্লাস বাটন এ ক্লিক করুন।


আর যদি আর না তুলতে চান, তাহলে ( ✓ )  টিক বাটন ক্লিক করুন।

তাহলে আপ্লোড হওয়া শুরু করবে।

আপ্লোড হলে এই রকম দেখতে পারবেন।


new bangla tricks



আপ্লোড হওয়ার পর আপনি লিংক শেয়ার করতে পারবেন।


আশা করি বুঝতে পেরেছেন।



আশা করি আর্টিকেল টা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু দের সাথে শেয়ার করুন।

আর সব সময় আপডেট থাকতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।

ফেসবুক এ আমরা, facebook.com/NewBanglaTricks


আর সব চাইতে ভালো হয়, আমাদের Android app টি আপনার মোবাইল এ ইন্সটল করে রাখুন, কোন নতুন পোস্ট করলেই আপনি নোটিফিকেশন পাবেন, আর চাইলে প্রতিদিন একবার করে চেক করতেও পারেন।

আমাদের Android app Download করতে নিচের Download Here এ ক্লিক করুন।

Download Here



আরো পড়ুন : যে কল দিবে তার নাম বলবে মোবাইল


আরো পড়ুন: কিভাবে মোবাইল এর ব্যাটারি ভালো রাখা যায়? 




আরো পড়ুন: Android Mobile এ মাউস ব্যাবহার করব কিভাবে?




আরো পড়ুন: কিভাবে মোবাইল Super Fast রাখা যায় ?




keywords:


How to create a PDF file with mobile?


 New Bangla Tricks


মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করব?

Post a Comment

2 Comments

  1. আমি কিভাবে জীপ ফাইল তৈরী করে গুগল ড্রাইভ এ সেটা জানতে চাই? আর ছবি দিয়ে ফাইলে সেভ করে কিভাবে?

    ReplyDelete
  2. onk sundor post....



    PDF বইয়ের নতুন জগত ~ http://bdboighor.com
    এখানে সব ধরণে বাংলা, ইসলামি বইয়ের পিডিএফ পাওয়া যায়।

    ReplyDelete